“এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্যর অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৮ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুন মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুর জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, সিভিল সার্জন রহিম বক্স, পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সহকারী পরিচালক এডি মোঃ রাজিব মিনা প্রমুখ।
রাজবাড়ীতেই নয় সারা দেশে প্রতিটি ইউনিয়নে ছরিয়ে গেছে মাদক বেচাকেনা।মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক ভাবে আন্দলন গড়ে তুলতে হবে নইলে আমাদের যুব সমাজ ধংশ হয়ে যাবে। আর একটি পরিবারে যদি একজন মাদক সেবক থাকে সেই পরিবার ধংশ হবেই এটা ঠেকানো যাবে না। তাই আগে এই মাদক কে না বলতে হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা নিতে হবে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চিত্রঙ্কন প্রতিযোগীতা ও রচনা প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিহ হয়।
রাজবাড়ী জেলা কারাগর সুত্রে জানা যায় কারাগারে বর্তমানে ৬৬০ জন আসামী রয়েছে এর মধ্যে ২০০ জন আসামীই মাদক ব্যবসায়ী এর মধ্যে মহিলাও রয়েছে।