খন্দকার রবিউল ইসলাম: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ১৪৫ পিস ইয়াবা সহ মোজাম্মেল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
২১ জুন বৃহস্পতিবার রাত ১১টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের ব্যাপারী পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ মোজাম্মেল দৌলতদিয়া ২নং ব্যাপারী পাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে।।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ব্যাপারী পাড়া গ্রামে মোজাম্মেল এর নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবা তাকে আটক করা হয়।।