পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইউনার গ্রুপ অফ কম্পানির-চেয়ারম্যান ও জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীসহ প্রবাসী সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি সবাইকে ঈদ মোবারক জানিয়ে বলেন, সারা বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর।
এ উৎসবে সমাজের সব ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরস্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী-গরিব, উঁচু-নিচু নির্বিশেষে সব মানুষকে এক কাতারে দাঁড় করায়।হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে শান্তি ও সম্প্রীতির চেতনা তৈরী করে।তিনি দেশ ও দেশের বাইরে থাকা প্রবাসী সকল মুসলিম ভাইবোনদের সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে দোয়া করেন।