খন্দকার রবিউল ইসলাম,রাজবাড়ী টুডে: শ্রীকৃষ্ণের জন্মকাহিনি, জীবন নিয়ে উত্সাহের অবকাশ নেই, হিন্দু পুরাণের সবচেয়ে জনপ্রিয় চরিত্র কৃষ্ণ, মহাভারত, ভাগবত গীতা, বৈষ্ণব পদাবলী জুড়ে যার বিচরণ। শ্রী কৃষ্ণ এর জন্মদিন পালিত হয়েছে রাজবাড়ীতে।
উৎসব মুখর পরিবেশে সোমবার বিকালে ধর্মীয় অনুষ্ঠান এবং শোভাযাত্রার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করা হয়।
এ উপলক্ষে শহরের বিনোদপুরের রাধাগবিন্দ জিউর মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় দুই দিন ব্যাপী ধর্মীয় সভা।
জন্মাষ্টমী উদ্যাপন কমিটির আহবায়ক অশোক বাগচীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাখেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পুলিশ সুপার সালমা বেগম পিপিএম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের সেখ, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএখালেক, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডঃ গণেশ নারায়ন চৌধুরী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ সুজন প্রমুখ।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান, প্রফেসর শংকর চন্দ্র সিনহা, বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, বিনোদপুর রাধাগবিন্দ জিউর মন্দির কমিটির সভাপতি সন্তোষ দত্ত, পূজা উদ্যাপন কমিটির সদস্য সচিব গণেশ মিত্র প্রমুখ। পরে জেলা শহরের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।