আল আমিন, রাজবাড়ী টুডে: রাজবাড়ীতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী অলিম্পিক ডে ২০১৭ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শহরে একটি র্যালী বের হয়।
র্যালীতে জেলার বিভিন্ন ক্রীড়াঙ্গণের ক্রীড়াবীদরা অংশ নেয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে আলোচনা সভায় বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রহমান।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা,সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম প্রমূখ।