স্টাফ রিপোর্টার, টুডে বাংলা ২৪: ঢাকাস্থ রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরাম আয়োজিত ঈদ পুর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভায় ঢাকাস্থ রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা মনিরুজ্জামান গাজী মানিক , ছাত্র ফোরামের আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ ছাত্র ফোরামের সকল নেতৃবৃন্দ ও ঢাকাস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
ধানমন্ডির ঝিগাতলা নেসক্যাফে (জিয়া চত্তর) এ আলোচনা সভায় ঢাকা কলেজের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র দলের অন্যতম সহ-সভাপতি মনিরুজ্জামান গাজী মানিককে সদ্য ঘোষিত রাজবাড়ী জেলা বিএনপির কমিটিতে সন্মানিত সদস্য পদে না রাখায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে । সেই সাথে এই কমিটিতে গাজী মানিককে তার সন্মানিত অন্যতম সদস্য পদে অন্তরভুক্ত করার জন্য আহবান জানানো হয়েছে । অন্যথায় এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা। একই দাবি করেন ঢাকাস্থ রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরাম সদস্য সচিব ও ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাহার হোসেনসহ অন্যরা।