স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে: নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডাইরি করেছেন ডেইলি বাংলাদেশ টুডে ও দৈনিক আমার সংবাদের রাজবাড়ীর বালিয়াকান্দি প্রতিনিধি মো: মেহেদী হাসান মাসুদ।
রবিবার রাত সাড়ে ৯ টায় মেহেদী হাসান মাসুদ রালিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরী নং-১১৬৮, তারিখ-২৮-০৫-২০১৭।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিক মাসুদ তার ও পরিবারের নিরাপত্তা চেয়ে একটি আবেদন করেন। তারই প্রেক্ষিতে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।Despicable Me 3 2017 film trailer
সাংবাদিক মাসুদ জানান, কে বা কারা আজ সকালে আমার ঘরের জানালা দিয়ে একটি চিরকুট রেখে যায়। তাতে আমার ও আমার পরিবারের হত্যার হুমকি দেওয়া হয়েছে। তাই সবার জীবনের নিরাপত্তার কথা ভেবে থানায় একটি সাধারণ ডায়েরী করেছি।