দেবাশীষ বিশ্বাসস, রাজবাড়ী টুডে: রাজবাড়ীর বালিয়াকান্দিতে দন্ডপ্রাপ্ত ৯ আসামীকে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
বুধবার দিবাগত রাতে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম পিপিএম- এর নেতৃত্বে বালিয়াকান্দি থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনর্চার্জ মোঃ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বহরপুর ইউনিয়নের রাজ্জাক খা, মোঃ সুরুজ আলী খা, মোঃ রফিক খা, নজরুল মোল্যা, রইছ উদ্দিন, মহির শেখ, আসলাম ফকির, মতিয়ার রহমান ও সুজন শেখ।
গ্রেফতারকৃতদের নামে মানিকগঞ্জ আদালতে সিআর-৫৫/১ এর ৪০৬ ধারায় কারাদন্ডের প্রেক্ষিতে বালিয়াকান্দি থানা পুলিশ তাদের গ্রেফতার করে। তারা ৫ মাসের দন্ডপ্রাপ্ত আসামী।