॥ আল-আমিন ॥ মহান একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে জেলা সদরের মাটীপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও বেথুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে কালো ব্যাজ ধারন করে বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারে বিন¤্র শ্রদ্ধায় পুষ্পমাল্য অর্পন করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে মাঠ প্রাঙ্গণে মাটীপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোন্দকার ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে মহান ২১ শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ রমজান আলী খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রামকান্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মোল্লা,বেথুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ শাহজাহান গাজী, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মাটীপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু তালেব মোল্লা,সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাওছারুল ফেরদৌস।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, মাটীপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিরানন্দ সরকার।
আলোচনা অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার শান্তি কামণায় আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করা হয়।