দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী টুডে:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে রহস্যজনক এক নারীর লাশ উদ্ধার করেছ পুলিশ।
আজ রবিবার স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ এই লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত গৃহবধুর নাম নাম মিতা খাতুন (২৪)। মিতা বালিয়াকান্দি ডিগ্রি কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্রী। মিতা বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের ইসলাম শেখের মেয়ে মেয়ে।
উদ্ধারকৃত গৃহবধুর গায়ে লাল-কালো রঙ্গের শাড়ী পরা ছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওড়না উদ্ধার করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম পিপিএম জানান, শালকী গ্রামের মোঃ মোস্তফা শেখের ঘরের বিছানা থেকে মৃত অবস্থায় লাশ উদ্ধার করি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
আলামত থেকে পুলিশ নিশ্চিত হয়েছে, মিতা খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে এটি পরকিয়া না অন্য কোন বিষয়ের জের ধরে তাকে হত্যা করা হয়েছে পুলিশ সে বিষয়ে তদন্ত করছে।
এদিকে একটি সূত্র নিশ্চিত করছে, বালিয়াকান্দি থানা পুলিশের উপস্থিতিতে স্থানীয়দের সামনে বালিয়াকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ কাওসার আহম্মেদের নিহতের স্বামী মোস্তফা শেখের মুখে কাটা দাগ সম্পর্কে জানতে চাইতে মোস্তফা শেখ বলেন, গরু বাঁধতে গেলে তার আঘাতে মুখে আঘাত লাগে। পরে ভাবীর কাছে একই প্রশ্নন করা হলে মোস্তফা শেখের ভাবী জাহিদা বেগম বলেন, আমার মেয়ে জন্য বড়ই গাছ থেকে বড়ই পারতে গেলে পাটকাঠির আঘাতে মোস্তফা শেকের মুখ কেটে যায়।
নিহতের বোন আকলিমা খাতুন জানান, আমার বোনকে মোস্তফা শেখ এবং জাহিদা খাতুন পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তিনি জানান, মোস্তফা শেখের সাথে জাহিদার পরকিয়া প্রেম ছিল। সেই প্রেম নিয়ে বিভিন্ন সময় আমার বোন বাঁধা হয়ে দাঁড়ায় বলে তাকে হত্যা করা হয়েছে।
শিরোনাম :
রামকান্তুপুর ইউয়িনের মোহনশাহ’র বটতলার গোল চত্বর এর উদ্বোধন
রাজবাড়ীতে মাদকদ্রব্যর অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ও আলোচনা সভা
রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী মোজাম্মেল আটক
রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প (ফেইজ-২) বাস্তবায়ন বিষয়ক সাধারণ সমন্বয় সভা
সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে-প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী
রামকান্তপুর ইউনিয়ন ও পৌর নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোহেল রানা।
ঈদুল ফিতর’ উপলক্ষে চন্দনী ইউনিয়বাসীর সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও অনাবিল আনন্দ কামনা করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন-শাহিনুর
পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা মীর সজল
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকেঈদের শুভেচ্ছা কাজী ইরাদত আলীর
সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গৃহবধুর লাশ উদ্ধার, একই প্রশ্নে দেবর-ভাবীর ভিন্ন বক্তব্য
- রিপোর্টারের নাম
- আপডেটের সময় : ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
- ৬৫ ভিউয়ের সময়
Tag :
জনপ্রিয় পোস্ট