গোলাম মোর্তবা রিজু, রাজবাড়ী টুডে:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ভঁিটি খালকুলা গ্রামে পাতা সংগ্রহকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে নারী সহ দুই জন আহত হয়েছে। আহতদের বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বলেন, আহতদের মধ্যে এক নারী রয়েছে। তিনি বলেন আহতদের মধ্যে নারীর অবস্থা গুরুতর।
আহতের স্বজন জানান, আমরা শুক্রবারে জুম্মার নামাজের পরে এসে দেখি আমার কাকা বিপুল শেখকে হত্যার উদ্দেশ্যে হাবিল শেখ গলায় কাঁচি ধরে। স্থানীয়রা আমার কাকাকে উদ্ধার করার চেষ্টা করলে বিপুল শেখ কাচি দিয়ে মাথায় কোপ দেয়। আমার কাকা মাটিতে পরে গেলে স্থানীয়রা উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসে। পরে সুযোগ পেয়ে আমার আম্মু দুলালী বেগমকে ওলি, রুবেল, ইমরান প্রচন্ড মারপিট করে। পরে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম পিপিএম বলেন, আহতের ভাই সলেমান শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ প্রমানীত হলে মামলা দায়ের করা হবে।