গোলাম মোর্তবা রিজু, বালিয়াকান্দি, রাজাবাড়ী টুডে:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৪ হাত দীর্ঘ কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে। গণপত্যা সার্বজনীন কালি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত এই পূজা দেখতে হাজারো ভক্ত-দর্শনাথীদের ভীর শুরু হয়েছে।
২৬ জানুয়ারী ২০১৭ তারিখে শুরু হয়ে ৩০ তারিখ সোমবার বির্সজনের মধ্যদিয়ে ৩২ তম ১৪ হাত রটন্তী কালীকা পূজা শেষ হবে বলে জানিয়েছেন পূজা কমিটির সভাপতি।
পূজা কমিটির সদস্য অজিত কুমার সরকার বলেন মাঘ মাসের চতুর্দশী তিথিতে এই পুজা অনুষ্ঠিত হয়। তিনি বলেন একদিন পূজা হলেও পাঁচ দিনব্যাপী মেলা থাকে।
মেলা উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গনের সামনে নাগরদোলা সহ হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন উপকরণ বিক্রয় করছে বিক্রেতারা।
স্থানীয় পূজারী ধীরেন্দ্র নাথ সরকার বলেন, ৩২ বছর পূূর্বে গণপত্যা গ্রামের কালুচরন বিশ্বাসকে স্বপ্নে আদেশ করেন দেবীকালী। সেখান থেকেই ছোট্ট পরিসরে এই পূজা শুরু হয়। তিনি আরো বলেন, সেখানে আদেশ ছিল প্রতিবছর একহাত করে বৃদ্ধি করে পূজা করা। সেই কারনেই আজ এত বড় পরিসরে আমাদের মায়ের পায়ে ভক্তি নিবেদন।
আগামীকাল ৩০ জানুয়ারী সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৩২ তম এই পূজা শেষ হবে বলে জানিয়েছেন গণপত্যাগ্রামের পূজারীরা।