আল-আমিন, রাজবাড়ী টুডে: আন্তঃজেলা মহিলা ক্রীড়া প্রতিযোগিতা ফরিদপুর জোনে ভলিবলে রাজবাড়ীর নারী খেলোয়ারেরা চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার (২৪জানুয়ারী) ফরিদপুর মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।trailer film Before I Fall 2017
রাজবাড়ী জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর মাহফুজা খাতুন মলি জানান, তার নেতৃত্বে রাজবাড়ীর মহিলা দল আন্তঃজেলা মহিলা ক্রীড়া প্রতিযোগিতায় ফরিদপুর জোনে অংশ গ্রহণ করে ভলিবলে চ্যাম্পিয়নসহ ৫টি ইভেন্টে পুরস্কার জিতেছে।
ভলিবলে রানার্সআপ হয়েছে ফরিদপুর।
তিনি আরো জানান, ভলিবলে রাজবাড়ী মহিলা দল বিগত কয়েক বছর সফলতার সাথে চ্যাম্পিয়ন হয়ে আসছে।