মো: মাহ্ফুজুর রহমান, রাজবাড়ী টুডে:
রাজবাড়ীর নব নির্বাচিত আওয়ামীলীগ মনোনিত জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারকে ফুলেল শুভেচ্ছা দিলেন শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ।
শনিবার সকাল ১০টার দিকে রাজবাড়ীর শহরস্থ কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
রাজবাড়ীর শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা: আ: রহিম মোল্লার নেতৃত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিম, পরিচালনা কমিটির সদস্য মোক্তার হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন পাল, হাফিজুর রহমান, রিপন আহম্মেদ, এমএ করিম সহ প্রমুখ।
উল্লেখ্য, আওয়ামীলীগ মনোনিত রাজবাড়ীর নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কর্মজীবী কল্যান সংস্থা (কেকেএস) এর নির্বাহী পরিচালক।