আল-আমিন, রাজবাড়ী টুডে- রাজবাড়ী জেলার শীর্ষ সন্ত্রাসী ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাধব বাহিনীর প্রধান মাধব লাল ঘোষ (২৮) কে গ্রেপ্তার করেছে ফরিদপুর RAB-৮ এর সদস্যরা।
এ সময় তার কাছ থেকে একটি জাপানের তৈরী নাইন এম এম পিস্তল, দুই রাউন্ড গুলি, দুইটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি ছোরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাধব রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের মানমত নাথ ঘোষের ছেলে।
বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে জঙ্গল ইউনিয়নের বিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফরিদপুর RAB-৮ এর এ এস পি মো: হুমায়ুন কবির জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী জেলার শীর্ষ সন্ত্রাসী মাধব বাহিনীর প্রধান মাধবকে গ্রেপ্তার করেছে RAB-৮ সদস্যরা।
গ্রেপ্তারকৃত মাধবের বিরুদ্ধে ফরিদপুর মধুখালী থানায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজা, মাদারীপুর জেলায় ডাবল মার্ডার, মাগুড়া জেলার শ্রীপুর থানায় ২ টি অপহরন মামলা সহ একাধিক মামলা রয়েছে।সে আন্তঃজেলার একজন সন্ত্রাসী।
এ ব্যাপারে পরবর্তি আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।