আল-আমিন–রাজবাড়ী টুডে ঃ রাজবাড়ী জেলা সদরের চন্দনী ইউনিয়নে রাজবাড়ী টু কুষ্টিয়া মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে খালেক (৫৫) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হয়।ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
পুলিশের দাবী নিহত ডাকাত খালেক পুলিশের তালিকাভূক্ত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার।
নিহত ডাকাত সর্দার খালেক জেলার পাংশা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
সদর থানার এস আই বদিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ৭/৮ জন ডাকাত সদস্য মিলে মহা সড়কে চন্দনী ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।এ সময় গোপন সংবাদেও ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের উপরে চরাও হয় ।পুলিশ গুলি ছুড়লে ডাকাত সর্দার খালেক গুলি বিদ্ধ হয়।এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সর্দার খালেক কে সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ এস এম তারেক আনাম জানান,ভোর পৌনে ৫টার দিকে সদর থানার পুলিশ সদস্যরা মৃত অবস্থায় নিহত ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে আসে। এসময় ৫জন আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।নিহত ব্যাক্তির পিঠে ২টি ও মাথায় ১টি গুলিবিদ্ধ রয়েছে।দুপুরে লাশের ময়না তদন্ত করা হবে।