খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী টুডে: রাজবাড়ীতে একটি ওয়ান শুটার গান ও দুইটি কার্তুজসহ চরমপন্থী নেতা লাল মিয়া (৩০) কে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত লাল মিয়া গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর বরাট গ্রামের সামাদ সরদারের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকার রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর পারের আঞ্চলিক নেতা।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ ওবায়দুর রহমান জানান, গত সোমবার গভীর রাতে গোয়ালন্দ উপজেলার চর বরাট এলাকায় বাবলাতলায় থেকে নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকার গ্রুপ মিটিং করার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী ডিবি পুলিশ দল তাদের ঘেরাও করে গ্রুপলিডার লালমিয়াকে গ্রেপ্তার করে।
ওসি আরো জানান, এময় তার অপর ৪/৫জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। তার নামে রাজবাড়ী ও গোয়ালন্দ থানায় একাধিক মামলা রয়েছে। আটক লাল মিয়া তার লাল পতাকার বাহিনী নিয়ে পদ্মার চরাঞ্চলের চাষী ও ভূমি মালিকদের জমির বৈধ দলিলপত্র থাকা সত্বেও জিম্মি করে বিঘা প্রতি ৪থেকে ৫হাজার টাকা করে নিয়ে জমি চাষ করতে দিচ্ছে। কেউ এর বাইরে গেলে প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দিয়ে চরাঞ্চলে ক্রাসের তার রাজত্য কয়েম করেছিল।
ওইসব দূর্গম চরাঞ্চলে প্রশাসনের কোন তৎপরতা না থাকায় দীর্ঘদিন ধরে চরাঞ্চলের নিরীহ মানুষ
নিষিদ্বঘোষিত লাল পতাকার চরমপন্থীদের হাতে জিম্মি রয়েছে।