খন্দাকর রবিউল ইসলাম, রাজবাড়ী টুডে: রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারনে রবিবার মধ্য রাত থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। মাঝ নদীতে আটকা আছে ৫টি ফেরি । এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও আটকা পড়া যানবাহনের সংশ্লিষ্টরা।
ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পারে শুরু হয়েছে যানবাহনের দীর্ঘ জটলা।
এ বিষয়ে দৌলতদিয়া ঘাটের বিএআইডব্লিউটিসি এর ম্যানেজার শফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ১২টা থেকে ঘন কুয়াশার কারনে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি সহ সকল নৌযান চলাচল করবে বলে জানান তিনি।