মোঃ মাহ্ফুজুর রহমান, রাজবাড়ী:
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের ফটিক সরদারের বাড়ী সংলগ্ন এলাকায় শতাধিক দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার খানখানাপুর ইউপির ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: সালাম বেপারী দুঃস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের আয়োজন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও কম্বল বিতরণ করেন রাজবাড়ী সদর থানার ওসি মো: আবুল বাশার মিয়া।
খানখানাপুর ইউপির ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: সালাম বেপারী আলোচনা সভার সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন মোল্লা, খানখানাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: নাজিমুদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মো: আমীর আলী মোল্লা, রাজবাড়ী সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি মো: ইব্রাহিম মল্লিক বাবু, সাধারণ সম্পাদক আ: রহিম মোল্লা, মো: আশরাফ হোসেন সহ প্রমুখ।