আল-আমিন, রাজবাড়ী টুডে: রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী সুলতান আলীর অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।
মঙ্গলবার রাত ৮টায় রেলওয়ে শ্রমিকলীগ জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এর আগে শহরের আজাদী ময়দান সংলগ্ন রেলওয়ে শফিউর রহমান মিলনায়তনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এতে রেলওয়ে শ্রমিকলীগ জেলা শাখার সভাপতি মোসলেম উদ্দিন ফকির, সহ-সভাপতি রওশন আলী, আ. রশিদ, সাধারণ সম্পাদক মো. ছরওয়ার আলম, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, শ্রমিক কল্যাণ সম্পাদক হাসান হাফিজুর রহমান, কার্যকরী সম্পাদক আ. ওহাব প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী সুলতান আলীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরেন। এ সময় তারা সুলতান আলীকে অপসারণ না করা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন বলেও উর্দ্ধতন কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দেন।