কাজী তানভীর মাহমুদ, রাজবাড়ী টুডে: ‘আমি গরীব দুঃখি মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই।সাধারন মানুষের হাতে হাত মিলিয়ে তাদের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে চাই। মানুষের ভালোবাসা কে বুকে ধারন করেই তাদের অধিকার আদায়ে নিজেকে উৎসর্গ করবো। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে স্থানীয় সরকারের যে সকল কার্যক্রম রয়েছে তা বাস্তবায়ন করাই হবে আমার লক্ষ্য’।
রাজবাড়ী টুডে’কে তিনি বলছিলেন আসন্ন (২৮ ডিসেম্বর) রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড (রাজবাড়ী পৌরসভা-দাদশী ও পাঁচুরিয়া ইউনিয়ন)-এর সতন্ত্র সদস্য পদ (টিউবওয়েল প্রতীকে) প্রার্থী আবু মোঃ হাসান।
আবু মোঃ হাসান রাজবাড়ী পৌর শহরের ২নং বেড়াডাঙ্গা এলাকার স্মভ্রান্ত মুসলিম পরিবার খন্দকার আব্দুল ওহাবের ছেলে।আবু মোঃ হাসান রাজবাড়ীতে একজন খ্যাতনামা ক্রীড়াবিদ (ক্রিকেটার) হিসেবে সর্বজনে পরিচিত।
তরুণ প্রজন্মের কাছে প্রিয় এই ব্যাক্তি বর্তমানে রাজবাড়ীতে একজন সমাজ সেবক হিসেবে কাজ করছেন।
আবু মোঃ হাসান তার বক্তব্যে বলেন, “রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন আমার কাছে শুধুই নির্বাচন নয় একটি মানবিক ৫নং ওয়ার্ড গড়ার প্রত্যয়।একটি সমাধান যাত্রা। ওয়ার্ড হবে সবার ধনী, গরীব, শ্রেণী
এছারা বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট সংস্কার ও তরুণ যুব সমাজ কে ক্রীড়াঙ্গনে আগ্রহী করতে কাজ করবো। সকলের কাছে দোয়া কমনা করে বলতে চাই সুযোগ দেন আমি আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে সাধারন মানুষের অধিকার আদায়ে কাজ করবো।