রাজবাড়ী টুডে ডেস্ক:
রাজবাড়ী থেকে সম্প্রচারিত জেলার প্রথম ভিডিও সহ অনলাইন নিউজ পোর্টাল রাজবাড়ী টুডে ডট কম’র দায়িত্বরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় রাজবাড়ী শহরের পান্না চত্ত্বর সমবায় মার্কেটের ২য় তলায় কেনটন চাইনিজ রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রাজবাড়ী টুডে’র উপ-বার্তা সম্পাদক মো: মাহ্ফুজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী টুডে’র উপদেষ্টা বাংলাভিশন টিভি স্টাফ রিপোর্টার মিরাজ হোসেন গাজী।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী টুডে স্টাফ রিপোর্টার কাজী তানভীর মাহমুদ(যমুনা টিভি), খন্দকার রবিউল ইসলাম(৭১ নিউজ টিভি), বালিয়াকান্দি প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, পাংশা প্রতিনিধি উজ্জল কুমার কুন্ডু, গোয়ালন্দ প্রতিনিধি আরিফুর রহমান মিশুক।
রাজবাড়ী টুডে নিউজ পোর্টালের বিভিন্ন বিষয় ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো: ইব্রাহিম মোল্লা, আবু সাইদ, আব্দুল মতিন মোল্লা, কবির হোসেন মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।
মত বিনিময় সভায় প্রধান অতিথি মিরাজ হোসেন গাজী বলেন, সাংবাদিকতা মানব সেবার সেরা মাধ্যম। একটি অসহায় মানুষ যখন কোন জায়গায় কারো কাছে সাহায্য বা আশ্রয় না পায়, তখন ভরসা গণমাধ্যম। তাই সাংবাদিকদের এই লক্ষে অটুট থাকার আহবান জানান তিনি।
মিরাজ হেসেন গাজী বলেন, রাজবাড়ী টুডে এরই মধ্যে পাঠকদের কাছে রাজবাড়ীর সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যমে পরিনত হয়েছে। বস্তুনিষ্ঠতার কারনে মানুষের আস্থাও অর্জন করেছে। সবার চেষ্টায় এই ধারা অব্যহত রাখার আহবান জানান তিনি।
রাজবাড়ী টুডে গণমানুষের নির্ভরতার সেরা মাধ্যম ও সমাজিক নানা কাজের প্লাটফর্মে রুপ নেবে বলেও আশা প্রকাশ করেন রাজবাড়ী টুডে’র উপদেষ্টা।
সভায় উপস্থিত রাজবাড়ী টুডে পরিবারের সদস্যরা নানা বিষয়ে মতামত দেন।
মতবিনিময় সভায় ঢাকা অফিস থেকে টেলিকনফারেন্সে অংশ নেন রাজবাড়ী টুডে’র ভারপ্রাপ্ত সম্পাদক এস এম খালিদ হোসেন।