খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী টুডে:
‘যে কোন বিষয়ে আমাকে ফোন করেন আমি ব্যবস্থা নিব।’ পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে রাজবাড়ীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার সালমা বেগম একথা বলেন।
রাজবাড়ী সদর থানা ও কমিউনিটি পুলিশং ফোরাম আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, পুলিশ জনগণের সেবক। তাই যেকোন সমস্যার কথা পুলিশকে জানাতে হবে। তবেই ব্যবস্থা নেয়া সম্ভব।
বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম মহল্লা থেকে আসা সাধারণ মানুষের প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বললেন, ‘আমি বলছি যে কোন বিষয়ে আমাকে ফোনে জানাবেন অথবা সরাসরি অফিসে এসে বলেন আমি ব্যবস্থা গ্রহণ করবো।’ তিনি আরো বলেন, ‘আপনাদের সচেতনতামূলক কার্যক্রমকাণ্ড ই পারে মাদক, বাল্য বিবাহ ও সন্ত্রাস মুক্ত সুন্দর একটি রাজবাড়ী গড়তে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মোহাম্মদ আলী চৈধুরী, সদর উপজেলা চেয়ারম্যান এড: এমএ খালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড: গনেশ নারায়ণ চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হোসেন, মুক্তিযোদ্ধা আহামেদ নিজাম মন্টু, এস এম নওয়াব আলী, রাজবাড়ী প্রেসক্লাব সভাপতি এড: খান মোঃ জহুরুল হক প্রমুখ।
সাগত বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান, সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম, বসন্তপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশং ফোরামের সভাপতি জালাল মাস্টার, প্রমুখ।