কাজী তানভীর মাহমুদ, রাজবাড়ী টুডে: রাজবাড়ীতে ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ১০ টাকার হিসেবে প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়ার ইনক্লুশন ডিপার্টমেন্টের তত্বাবধানে এ ঋণ বিতরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান।
সোনালী ব্যাংকের সমন্বয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, সোনালী ব্যাংক লিঃ এর রাজবাড়ী আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার আবদুল ওহাব খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাউথইস্ট ব্যাংক লিঃ এর ডিএমডি প্রীতিশ কুমার সরকার।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকগণ ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে ঋণের চেক বিতরন করেন অতিথিরা।