খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী টুডে: রাজবাড়ী শহরের লোকসেড মাদকের রাজ্য হিসাবে পরিচিতি লাভ করেছে অনেক আগেই
আর এই রাজ্যের রাজা বাদশা যাই বলা হোক না কেন, তিনি মোহাম্মদ আলী সিকদার।
শনিবার নিজ রাজ্য লোকসেড থেকেই ডিবি পুলিশের হাতে ফেন্সিডিল সহ গ্রেফতার হন তিনি।
গ্রেফতারকৃত মোহাম্মদ আলী সিকদার (৩৮) শহরের বিনোদপুরের মৃত মহিউদ্দিন ওরফে মহি সিকদারের ছেলে।
ডিবি পুলিশের ওসি মোঃ ওবায়দুর রহমান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে লোকসেড বিনোদপুর গ্রামের মাদক সম্রাট মোহাম্মদ আলী সিকদারকে ২৪ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে। এর আগে একটি মাদক মামলায় এক বছর সাজা খেটেছে।