স্টাফ রিপোর্টার, রাজবাড়ী টুডে:
প্রতিবন্ধী জনগোষ্ঠীর কর্মসংস্থান, অধিকার প্রতিষ্ঠসহ ৮ দফা অধিকার বাস্তবায়নের দাবীতে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে রাজবাড়ী প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন পরিষদ (আরপিইউপি)।
শুক্রবার সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে রাজবাড়ী প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন পরিষদ (আরপিইউপি) ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
রাজবাড়ী প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন পরিষদ(আরপিইউপি)
প্রতিবন্ধী আজগর আলী বলেন, “আমারা প্রতিবন্ধীরা সমাজের প্রতিটি স্থানে অবহেলিত হচ্ছে। কেন আমারা অবহেলিত ? আমরা কি মানুষ নই। নাকি আমাদের চেহারা অন্য কোন প্রজাতির মতো। আমরাও মানুষ আমাদেরও আছে বাঁচার অধিকার। ”
সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী বলেই আমাদের সমাজে অবহেলিত। একজন স্বাভাবিক মানুষের চেয়ে এই প্রতিবন্ধীরা অনেকটা মেধাবী। কিন্তু এই মেধা প্রকাশ করে বা কাজে লাগানোর কোন সুযোগ পাচ্ছে না। তাই আমাদের সমাজের অসহায় মানুষ ও প্রতিবন্ধীদের জন্য একটি প্রতিবন্ধী আশ্রয় কেন্দ্র গড়ে তুলতে হবে। সেখানেই তাদের কর্মসংস্থান গড়ে তুলতে হবে। যাতে তাদের কর্ম দিয়েই তারা চলতে পারে। সরকারে কাছে আকুল আবেদন যাতে এই মানুষগুলো তাদের প্রতিভা প্রকাশ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবেন।
মানববন্ধনে ৮ দফা দাবি তুলে ধরা হয়:
(১) সরকারি চাকরির কোটা বাস্তবায়ন করতে হবে। (২) বে-সরকারী চাকুরীতে অগ্রাধিকার দিতে হবে। (৩) কর্মস্থলে বৈষম্য দূর করতে হবে। (৪) অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দপ্তর কে প্রতিবন্ধী বিষয়ে নির্দেশনা দিতে হবে। (৫) প্রতিবন্ধী শব্দের অজু হাতে চাকুরির ব্যাপারে সব ধরনের বৈষম্য বন্ধ করতে হবে। (৬) যোগ্যতা অনুযায়ী বিভিন্ন স্থানে কর্মের ব্যবস্থা সরকারি ভাবে করতে হবে। প্রতিবন্ধী সুরক্ষা আইন-২০১৩ বাস্তবায়ন সহ ৮টি দাবী উপস্থাপন করা হয়ে।