কাজী তানভীর, রাজবাড়ী টুডে: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুরে মায়ের সাথে অভিমান করে লিমা খাতুন (১৪) নামে ৮ম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে।
লিমা বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারাদী গ্রামের রাজা মোল্লার মেয়ে।সে এবারে বহরপুর উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয়।
মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
লিমার বাবা রাজা মোল্লা জানান,দুপুরে লিমা ও তার মার টেলিভিশন দেখা নিয়ে কথা কাটাকাটি হয়।পরে লিমা অভিমান করে ঘড়ের দরজা বন্ধ করে। লিমার কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘড়ের আড়ার সাথে ওড়না পেচানো দেহ উদ্ধার করা হয়।দ্রুত লিমাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম (পিপিএম) জানান,এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।