কাজী তানভীর ,রাজবাড়ী টুডে ঃ রাজবাড়ীতে এ সি আই মিনি কম্বাইন হারভেষ্টার যন্ত্র প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় সদরের ভবানীপুর এলাকার একটি মাঠে এসিআই মটরস্ লিমিটেড এর সহযোগীতায় এ প্রদর্শনী ও মাঠ দিবসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. সৈয়দা নওশীন পর্ণিনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রকিব উদ্দিন, জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট গণেশ নারায়ন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি এডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরাফাত আহম্মেদ, সহকারী কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এ সি আই কুষ্টিয়া জোনের ব্যবস্থাপক মশিউর রহমান।
অনুষ্ঠানে বক্তরা বলেন, মিনি কম্বাইন হারভেস্টার যন্ত্রটি একাই ধান কাটা, মাড়াই, ঝারা