কাজী তানভীর মাহমুদ,রাজবাড়ী টুডে: -আগামী ২৮ ডিসেম্বর রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন।এই নির্বাচনে ৪নং আসনে (আলিপুর-রামকান্তপুর-বানিবহ ইউনিয়ন) সাধারন সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ প্রার্থী।
প্রার্থীরা হলেন,জেলা আওয়ামীলীগ মনোনীত সদস্য প্রার্থী সদর থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও বানীবহ বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি আব্দুল হক মন্ডল দারোগালী।
সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন,সদর উপজেলা আওয়ামী সেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক ও আলিপুর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ কাশেম মৃদ্ধা, আলিপুর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি ও বর্তমান আলিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত হাসানের ছোট ভাই মোঃ নাজমুল হাসান মিন্টু।
জেলা আওয়ামীলীগ মনোনীত সদস্য প্রার্থী আব্দুল হক মন্ডল দারোগালী জানান,তিনি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়ে জেলা পরিষদ নির্বাচনে সাধারন সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।তিনি আশা করেন প্রতিনিধিদের ভোট ও দোয়া নিয়ে তিনি বিজয় লাভ করবেন।বিজয়ী হয়ে তিনি তার আসন আলিপুর-রামকান্তপুর-বানিবহ এই তিন ইউনিয়ন এর উন্নয়নে কাজ করবেন।
সতন্ত্র প্রার্থী সদর উপজেলা আওয়ামী সেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক ও আলিপুর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ কাশেম মৃদ্ধা জানান,তিনি জন প্রতিনিধিদের কে সাথে নিয়ে কাজ করছেন।আসন্ন জেলা পরিষদ নির্বাচনে তিনি সকলের ভালোবাসা নিয়ে বিজয়ী হবেন।
আলিপুর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি ও বর্তমান আলিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হাসানের ছোট ভাই মোঃ নাজমুল হাসান মিন্টু বলেন,তার পিতা মরহুম আজাহার আলী শেখ বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাকাল থেকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।আলিপুর ইউনিয়ন পরিষদে তিনি ৩ বার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে জনগনের সেবা করেছেন।মেজ ভাই মোঃ শওকত হাসান বর্তমানে আলিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছেন ।
নাজমুল হাসান মিন্টু আরও বলেন,বর্তমানে তিনি সদর থানা ছাত্রলীগের সহ সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাংগঠনিক সম্পাদক,আওয়ামী সাংস্কৃতিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি আশা করেন জন প্রতিনিধিরা তাকে ভালোবেসে ভোট দিয়ে সাধারন সদস্য হিসেবে নির্বাচিত করবেন।তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।