মো: মাহফুজুর রহমান, রাজবাড়ী:
‘ অাসুন ঐক্যের হাত তুলি, এইচ অাইভি প্রতিরোধ করি’ এই প্রতিবাদ্যে পহেলা ডিসেম্বর রাজবাড়ীতে বিশ্ব এইডস দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও অালোচনা সভা অনুষ্ঠিত।
সকাল সাড়ে ৯ টায় রাজবাড়ী সিভিল সার্জন অফিসের অায়োজনে সিভিল সার্জন অফিস কার্যালয় চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অালোচনা সভায় অংশ গ্রহণ করেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস এর সভাপতিত্বে অালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত অারা।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী পুলিশ সুপার সালমা বেগম ( পিপিএম), সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ জোবায়ের ইবনে জায়েদ, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ অাজিজুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী হাসপাতালের অারএমও ডাঃ সুশীল কুমার রায়।
র্যালী ও অাালোচনা সভায় উপস্থিত ছিলেন সদর থানার ওসি অাবুল বাশার মিয়া, কর্মজীবী কল্যাণ সংস্থা ( কেকেএস) এর নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা ফকীর অাব্দুল জব্বার, ব্র্যাক, ভিপিকেএ, রাস, ধরনী, মেরী স্টোপস, সূর্যের হাসি, বন্ধু সোস্যাল, সেফ দ্য চিলড্রেন ও সামাজিক উন্নয়ন সংস্থা, রাজবাড়ী সেবা ইনষ্টিটিউট এর ছাত্রীবৃন্দ অংশ গ্রহণ করে।