খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী টুডে: রাজবাড়ী সদর ও পৌর ছাত্রলীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি এবং রাজবাড়ী বাস মালিক সমিতির সভাপতি কাজী ইরাদত আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
২৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে ডায়াবেটিকস হাসপাতালে এ ফুলেল শুভেচ্ছা জানান নব-গঠিত পৌরও সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল সালেহিন অপু, সাধারণ সম্পাদক রুহুল কবির, পৌর ছাত্রীগের সভাপতি শাওন মিয়া টাইসন, সাধারণ সম্পাদক জালাল পাঠানসহ কর্মীরা।