পাংশা প্রতিনিধি,রাজবাড়ী টুডে:
পাংশা উপজেলায় বিভিন্ন সময়ের অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থ ৭৪টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
উপজেলায় ১০টি ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারের মধ্যে ১ বান্ডিল টিন ও নগদ ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে পাংশা উপজেলা চত্ত্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন বিতরণের আয়োজন করেন।
ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধান অতিথি টিন বিতরণ করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
এসময় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।