কাজী তানভীর মাহমুদ-রাজবাড়ী টুডে: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চরকাচরন্দ গ্রামের হিন্দু পল্লীর ৫টি মন্দিরে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা।এ সময় ১১টি শীব ও কালি মূর্তি ভাংচুর করেছে। এ ঘটনায় এখন ঐ হিন্দু পল্লীতে আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (২৯নভেম্বর) সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন,রাজবাড়ী পুলিশ সুপার সালমা বেগম,অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম,সহকারী পুলিশ সুপার (সার্কেল) আছাদুজ্জামান আছাদ,গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ,গোয়ালন্দ ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন।
ক্ষতিগ্রস্থরা হলেন,ছোট ভাকলা ইউনিয়নের চর কাচরন্দ গ্রামের ১নং ওয়ার্ডের হিন্দু পল্লীর বাসিন্দা,সমর শীল,পালন কর্মকার,মন্টু কুমার শীল,পার্থ বরণ দাস,রতন কর্মকার।
ক্ষতিগ্রস্থরা জানান,রাতের কোন এক সময়ে র্দূবৃত্তরা তাদের এলাকায় হানা দিয়ে ৫টি মন্দিরে হামলা চালায়।মন্দিরে প্রতিষ্ঠা করা শীব ও কালি মূর্তিগুলো তারা ভাংচুর করে এলাকায় আতঙ্ক ছরিয়েছে।
হিন্দু-বৈদ্ধ-খ্
ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন বলেন,এমন ঘটনা এর আগে
কখনও এই এলাকাতে ঘটেনি।তবে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের কে সাথে নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।
রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম ক্ষতিগ্রস্থ মন্দিরগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের কে জানান,হামলার ঘটনাটি অতান্ত্য দুঃখ জনক।দ্রুত এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের শনাক্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
এ সময় তিনি আরও বলেন,পুলিশ জনগনের বন্ধু।তিনি ক্ষতিগ্রস্থদের কে সাহস দেন যেন তারা কোন প্রকারের আশংকা থেকে ভীত না হন।