তানভীর মাহমুদ,রাজবাড়ী
সুফিয়া বেগম পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদী এলাকার আঃ মাজেদের স্ত্রী।
সোমবার সকাল ১০টার দিকে লাশটি সুফিয়ার নিজ বসত বাড়ি থেকে গলায় গামছা ফাঁস অবস্থায় পুলিশ উদ্ধার করে।
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলেই নিশ্চিত হওয়া যাবে।