মো: মাহ্ফুজুর রহমান, রাজবাড়ী টুডে:
রাজবাড়ীতে আলোচনা সভা, কবিতা পাঠ ও গানের মধ্য দিয়ে বহুমাত্রিক প্রতিভা-সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণ করা হয়েছে।
রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনের শুক্রবার বিকাল ৪টায় রাজবাড়ী একাডেমী এ স্মরণ সভার আয়োজন করে।
রাজবাড়ী একাডেমী সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পী অধ্যাপক মনসুর উল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তী, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ, অংকুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক গোলাম সরোয়ার।
লেখকের সংক্ষিপ্ত জীবনী ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভা শেষে বহুমাত্রিক প্রতিভা-সব্যসাচ
আলোচনার সংক্ষিপ্ত নি¤œরুপ:
১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্ম। ব্যক্তিগত জীবনে লেখক দুই সন্তানের জনক। জীবন সঙ্গী মনোরোগের চিকিৎসক ও লেখক আনোয়ারা সৈয়দ হক।
লেখক সৈয়দ শামসুল হক ছোটগল্প, কবিতা, উপন্যাস, কাব্যনাট্য, শিশু সাহিত্য, নাটক, প্রবন্ধ সাহিত্যের সব শাখায় সমান ভাবে অবদান রাখার জন্য তিনি বাংলাদেশের সব্যসাচী লেখক।
লেখালেখি শুরু করেন ১২ বছর বয়স থেকেই। সাংবাদিক হিসেবে পেশা জীবন শুরু করলেও পরবর্তী সময়ে লেখালেখিকেই মূল উপজীব্য হিসেবে নিয়েছিলেন। তাঁর গ্রস্থ সংখ্যা দুই শতাধিক।
বিখ্যাত সাহিত্যকর্মগুলো
সৈয়দ শামসুল হক স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। লেখকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘গেরিলা’ সিনেমাটি তৈরি করা হয়েছিল।
২৭ সেপ্টেম্বর ২০১৬ ইং তারিখ বিকেলে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সৈয়দ শামসুল হকের লন্ডনে চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে আসার পর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।