কাজী তানভীর মাহমুদ,রাজবাড়ী টুডে: আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন।এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী হয়েছেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ এ,কে,এম, শফিকুল মোর্শেদ আরুজ।
ইতোমধ্যে গত ১৮ নভেম্বর তিনি এই নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এ,কে,এম, শফিকুল মোর্শেদ আরুজ বর্তমানে পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি,রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য ও পাংশা বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ হিসেবে রয়েছেন।
তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয় হতে বি.এস.এস (সম্মান) ও এম.এম.এস (সমাজবিজ্ঞান) পাশ করার পর পেশাগত জীবনে ১৯৮৫ সালে পাংশা বিশ্ববিদ্যালয় কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন।পরবর্তীতে ২০০৮ সালে উপাধ্যক্ষ পদে যোগদান করেন।এছারাও ২০০৯ সাল থেকে ২০১৬ সালের আগষ্ট মাস পর্যন্ত পাংশা বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেনে।পেশাগত জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে রয়েছেন।
এ,কে,এম, শফিকুল মোর্শেদ আরুজ জানান,তিনি গত ১৮ নভেম্বর বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রেীয় কার্যালয় থেকে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।তিনি আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী।তিনি আশা করেন দল তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দিবেন।আর দলের মনোনয়ন নিয়ে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয় লাভ করবেন।
তিনি আরও বলেন,আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলে তিনি জন প্রতিনিধিদের কে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামালীগ কে আরও শক্তিশালী করে গড়ে তুলবেন।রাজবাড়ী জেলা ও পাংশা উপজেলাকে মাদক ও ইভটিজিং মুক্ত করে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলবেন।আর দল তাকে মনোনয়ন দেবে বলে তিনি মনে প্রাণে বিশ্বাস করেন।
তিনি আরও বলেন,ছাত্র জীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জরিত।বঙ্গবন্ধুর মৃত্যুর পর পাংশা কলেজ তথা পাংশা থানায় ছাত্রলীগকে সংগঠিত করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সাথেও তিনি জরিত থেকে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র লীগের প্রার্থী হিসেবে সূর্য সেন হলের সংসদ নির্বাচনে অংশ গ্রহন করেন।১৯৯১ সালে পাংশা উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়ে দীর্ঘ ২৫ বছর সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করেন।২০১৫ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।তিনি ২০ বছর ধরে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য।এছারাও রাজবাড়ী ২ আসনের সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে তিন বার দায়িত্ব পালন করেছেন।বিগত পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ের জন্য প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পালন করেছেন।