কাজী তানভীর,রাজবাড়ী টুডে ঃ রাজবাড়ীতে ৫২ পাউন্ডের বর্ণিল কেক কেটে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন পালিত হয়েছে।জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।
রোববার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় শহরের রেলস্টেশন এলাকায় জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এম.এ খালেকের চেম্বারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এম.এ খালেক, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ হারুন, সাবেক পৌর মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, জেলা য্বুদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম পিন্টু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ফারজানা ইয়াসমিন লিপি, জেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান ঝন্টু, বিএনপি নেতা ফরিদ শাহ্ আলম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ গোলাম কাশেম।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।