কাজী সেলিম মাবুদ, রাজবাড়ী টুডে:
পাংশায় সম্প্রতি এক তরুণ ব্যবসায়ী শেখ সোহরাব হোসেন প্রথম তৈরি পোষাকের গার্মেন্টস চালু করলেন।
পাংশার প্রাণকেন্দ্রে লতিফ ভবনের দ্বিতীয় তলায় এস এম গার্মেন্টস ফ্যাক্টরির অবস্থান।
তৈরী পোষাক গার্মেন্টস ফ্যাক্টরির স্বত্ত্বাধিকারী শেখ সোহরাব হোসেন জানান, পাংশার তৈরি পোষাক এখন দেশের বিভিন্ন জায়গার পাইকারি বাজার দখল করে নিয়েছেন।
তরুন ব্যাবসায়ী শেখ সোহরাব হোসেন তার ব্যবসায় প্রায় ১৫-১৬ জন শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছেন। শেখ সোহরাব প্রথমে পাঁচটি মেশিন দিয়ে গেঞ্জি তৈরি শুরু করেন।
বর্তমানে ১৭ টি মেশিনে কাজ চলছে সমান তালে, সরকারি ব্যাংকের সহযোগিতা পেলে এস এম গার্মেন্টস ফ্যাক্টরিটি পাংশায় এক বড় প্রতিষ্ঠানে রূপ নেবে বলে তার ধারণা।