কাজী তানভীর মাহমুদ, রাজবাড়ী টুডে: ইভটিজিং ও বাল্যবিয়ে বন্ধে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার সালমা বেগম (পিপিএম-সেবা)।
মঙ্গলবার বিকেল ৩ টায় রাজবাড়ী সদরের খানগঞ্জ ইউনিয়নের রেলওয়ে ঈদগাহ মাঠে সন্ত্রাস ও জঙ্গীবাদ নিমূল,ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধ,যৌতুক প্রথা উচ্ছেদ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,কমিউনিটি পুলিশিং কার্যক্রম গতিশীল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’-এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ফোরাম খানগঞ্জ ইউনিয়নের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, কমিউনিটি পুলিশিং ফোরাম খানগঞ্জ ইউনিয়ন শাখার উপদেষ্টা আকরামুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম,সহকারী পুলিশ সুপার আছাদুজ্জামান আছাদ,সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া,খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাহার হোসেন তকদির,চন্দনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল আলম চৌধুরী সিরাজ,কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাচিনা পারভীন নিলুফা, কমিউনিটি পুলিশিং ফোরাম সদর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী,সাধারন সম্পাদক আব্দুর রহিম মোল্লা।
মত বিনিময় সভা পরিচালনা করেন, খানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নাসির।
বক্তরা বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ নিমূল,ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধ,যৌতুক প্রথা উচ্ছেদ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,কমিউনিটি পুলিশিং কার্যক্রম গতিশীল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ বাহিনীর পাশাপাশি সাধারন মানুষকে আরও বেশী বেশী সচেতন হতে হবে।নিজের ও পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখতে হবে। সন্তানদের লেখাপড়ায় মনোযোগী করে গড়ে তুলতে হবে।অন্যায়ের বিরুদ্ধে সবাই কে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে।