কাজী ফয়সাল( ঢাকা), রাজবাড়ী টুডে: আজ শুল্ক গোয়েন্দা শাহজালালে অভিযান চালিয়ে অবৈধভাবে আনীত ৯৬ সেট রক্তসংগ্রকারী ইনফিউশন সেট আটক করেছে। এগুলো দিয়ে রক্ত সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। ঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া এগুলো আমদানি করায় এর মান নিয়ে প্রশ্ন উঠেছে।
ঢাকা কাস্টম হাউসের বি/ই নং ৮৮৬৫৮৩, তারিখ: ০২/১১/১৬ এর মাধমে খালাসকৃত পণ্য চালানটি ফ্রেইটের ১ নং ডেলিভারি গেইটের বাইরে শনাক্ত করা হয়। ঔষধ প্রশাসনের অনুমোদন বিহীন ইনফিউশন সেট খালাসের গোপন সংবাদ থাকায় গেইটের বাইরে সতর্ক অবস্থান নেয় শুল্ক গোয়েন্দা। পণ্য চালানটির এয়ারওয়ে বিল নং এফ আর এ ৬২০৩৭০৬৫।
কাতার এয়ারওয়েজ এর ফ্লাইট নং QR634hu এর মাধমে হংকং থেকে এলসি ব্যতীত এটি আমদানিকৃত। ইনভয়েস অনুযায়ী পিটিউবিং সেট ঘোষণা দেয়া হয়। কিন্তু বাস্তবে পাওয়া যায় ইনফিউশন সেট।
পণ্যচালানটির আমদানিকারক ঢাকার এম বায়োলজিকস নামীয় একটি প্রতিষ্ঠান। সিএন্ডএফ এজেন্ট কুতুব এন্ড সনস।
আমদানি নীতি আদেশ এর বিধি ২৬ এর অনুচ্ছেদ (১৮) (১৯) অনুযায়ী ইনফিউশন সেট আমদানি করতে ঔষধ প্রশাসনের পূর্বানুমতি প্রয়োজন। আলোচ্য চালানটির ক্ষেত্রে এই অনুমোদন নেয়া হয়নি। ফলে আমদানি নীতি আদেশের বিধানের সুস্পষ্ট লংঘন হয়েছে।
এই অনুমতি না থাকায় এগুলোর মান প্রশ্নবিদ্ধ। এগুলোর ব্যবহার স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা প
রয়েছে।
পণ্যচালানটির মোট কার্টন সংখা ১২টি। উক্ত কার্টন গুলোর মধ্যে মোট ৯৬ পিস ইনফিউসন সেট পাওয়া যায়। পণ্যচালানের মোট ওজন ১১২ কেজি এবং নেট ওজন ৫০ কেজি।
পণ্য চালানটির মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।