কাজী তানভীর মাহমুদ,রাজবাড়ী টুডে: চাকুরী ছাটাই বন্ধকরণ, অভিজ্ঞতার আলোকে নিয়োগ প্রক্রিয়া চালু, চাকুরী নিয়োমিত করণ সহ ৪দফা দাবী আদায়ের লক্ষ্যে রাজবাড়ীতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তি ভিত্তিক মিটার রিডার ও ম্যাসেঞ্জারগন।
সোমবার সকাল ১০টায় জেলার চরবাগমারা পল্লী বিদ্যুৎ কার্যালয় প্রাঙ্গণে কর্মীরা আন্দোলনে নামে।এ সময় তারা বিক্ষোভ ও মানববন্ধন করে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে।
পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার-ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ লীগ এর ব্যানারে আন্দোলনে নামে ৮৭জন কর্মী।
মানববন্ধনে বক্তারা বলেন,অবিলম্বে তাদের চাকুরী ছাটাই বন্ধ করতে হবে।অভিজ্ঞতার আলোকে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে।তাদের চাকুরী নিয়োমিত করন সহ ৪হাজার রিডিংও ৫হাজার বিল বিতরণ বন্ধ করে পূর্বের ন্যায় ২হাজার রিডিং ও বিল বিতরন পদ্ধতি চালু করতে হবে।তাদের দাবী আদায় না হলে আরো কঠোর আন্দোলন করা হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার-ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ লীগ এর সভাপতি শফিকুল ইসলাম মানিক,সাধারন সম্পাদক মোঃ ফারুক মৃদ্ধা,সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জল হোসেন,প্রচার সম্পাদক মোঃ মিলন,কার্যকরী সদস্য সাইফুজ্জামান সবুজ,মোঃ জাফর হোসেন প্রমূখ।