মো: মাহ্ফুজুর রহমান, রাজবাড়ী:
“আমি একজন নারী, তৎপর পুলিশ সুপার। রাজবাড়ীতে যোগদান করেছি, এখন থেকে আমাদের রাজবাড়ী। যেকোনো প্রয়োজনে জনগণের পাশে থাকতে চাই”- এমনই সব কথা বলেন রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার সালমা বেগম পিপিএম।
নবাগত পুলিশ সুপার রাজবাড়ীতে যোগদানের ১ম কার্যদিবসে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় বক্তব্যে এ কথা বলেন তিনি।
সোমবার বেলা ১২টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মত বিনিময় সভার সভাপতিত্বে করেন নবাগত পুলিশ সুপার সালমা বেগম পিপিএম। মত বিনিময় সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম। নবাগত পুলিশ সুপার মতবিনিময়ে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত হন।
বক্তব্যে পুলিশ সুপার বলেন, “জেলাকে নারী বান্ধব, সন্ত্রাস, বাল্যবিবাহ, মাদক ও জুয়া মুক্ত করার উদ্দ্যেশ নিয়েই রাজবাড়ীতে আসা আমার।আশাকরি, আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “আমি একজন নারী, তারপর পুলিশ সুপার। যে কোনো প্রয়োজনে জনগণের পাশে থাকতে চাই। আপনার সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ করতে পারেন।”
মত বিনিময় সভায় রাজবাড়ী সদর থানার ওসি আবুল বাশার মিয়া, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো: জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
১৮তম বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় ২০১২ সালে ২৫ এপ্রিল পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। রাজবাড়ীতে যোগদানের পূর্বে সালমা বেগম পিপিএম পুলিশ সুপার হিসেবে ঢাকার ১১ এবিপিএন এ কর্মরত ছিলেন। ২০১৫ ইং সালের ২৭ নভেম্বর পিপিএম-সেবা পদক প্রাপ্তি লাভ করেন। বিগত দিনে ডিএমপি, ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স, সিআইডি, এবিপিএন কর্মরত ছিলেন। রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে ৬ অক্টোবর যোগদান করেন। কর্মরত অবস্থায় তিনি কসোভো, সুদান মিশন করেছেন।