দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী টুডে:
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে নরেন্দ্র নাথ দাসদের করা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের আদেশ বাস্তাবায়ন করতে আসেন সহকারী কমিশনার মোঃ আরিফুল হক মৃদুল।
আজ বুধবার রাত ৮.৫০ মিনিটে ঘটনাস্থলে এসে এক মানবিকতার পরিচয় দেন তিনি।
নরেন্দ্র নাথ দাস গং দের মামলার প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে রাজবাড়ী জেলা প্রশাসক বিবাদী থাকা অবস্থায় ০৬/০২/২০১৪ ইংরেজী তারিখে রায় প্রকাশ এবং ১২/০২/২০১৪ তারিখে ডিক্রি জারীর প্রেক্ষিতে বিভিন্ন দাগের সম্পত্তি বুঝিয়ে দেন রাজবাড়ী জেলার সহকারী কমিশনার।
বিভিন্ন দাগের জমি বুঝিয়ে দেয়ার পর বালিয়াকান্দি উপজেলার সর্পবেতাঙ্গা মৌজার এস,এ ১৬০ নং খতিয়ানের আর এস ৪২ নং দাগে .৫৩ একর জমিতে পানের বরজ দেখতে পান জেলা প্রশাসনের এই কর্মকর্তা।
পানের বরজ দেখতে পেয়ে বৃদ্ধ কৃষক মোঃ শাহজাহান মোল্যাকে (৭০) ডেকে আনলেন, আরিফুল হক মৃদুলের সামনে কান্নায় ভেঙ্গে পরেন। এ সময় জেলা প্রশাসনের এই কর্মকর্তা বৃদ্ধ কৃষকে বুকে জড়িয়ে ধরে চোখের জল মুছে দেয়। বর্তমান মালিক এবং স্থানীয়দের সাথে কথা বলে মহামান্য আদালতের রায়ের প্রেক্ষিতে বর্তমান মালিক নরেন্দ্র নাথ দাসের সাথে আলাপ করে বৃদ্ধ কৃষকের সাথে নতুন চুক্তি করেন তিনি।
সহকারী কমিশনারের এমন পদক্ষেপে সাথে সাথে করতালি দিয়ে উঠেন দিনব্যাপী অপেক্ষায় থাকা হাজারো মানুষ। বৃদ্ধ কৃষক শাহাজান মোল্যা বলেন, “এই পানের বরজ ভেঙ্গে দিলে আমার না খেয়ে দিন পার করতে হতো, এটাই আমার শেষ সম্বল ছিল।”
স্থানীয় ব্যক্তি আলাউদ্দিন সরদার বলেন, সহকারি কমিশনার আজ আইনের মধ্যে থেকে যে উদাহরণ সৃষ্টি করলেন এটা সত্যি প্রশংসার দাবি রাখে।
সহকারি কমিশনার মোঃ আরিফুল হক মৃদুল বলেন, “আমরা কেউ আইনের উদ্ধে নই, মহামান্য আদালতের রায় বাস্তবায়ন করার জন্যই এখানে এসে সেটা করেছি।”