মো: মাহ্ফুজুর রহমানম, রাজবাড়ী টুডে ডট কম:
‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি’ এই প্রতিপাদ্যে গোয়ালন্দে জাতীয় যুব দিবস ২০১৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত যুবদের মাঝে প্রায় ৫ লক্ষাধিক টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলার নির্বাহী অফিসার পঙ্কজ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নূরুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বরুন কুমার দত্ত, উপজেলা সমবায় কর্তকর্তা বিএম নজরুল হুদা, উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকির প্রমুখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সরিফুর রহমান।
এসময় সার্বিক তথ্যাবধায়নের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজার মোঃ আলী হোসেন ও মোঃ টিপু সুলতান।
সফল যুবক সূধীর কুমার সরকারের উপস্থাপনায় যুবকদের মধ্যে বক্তব্য রাখেন সাজ্জাদ হোসেন ও রাজু আহম্মেদ।
প্রধান অতিথি মো: নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, যুব উন্নয়নের প্রথম হাতিয়ার হিসেবে গোয়ালন্দ যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
তাদের এই শ্রম ঘামকে কাজে লাগিয়ে এই এলাকার যুবকরা অবশ্যই নিজেদের ভবিষ্যত গড়ে তুলবে।