কাজী তানভীর মাহমুদ,রাজবাড়ী টুডে ডট কম: রাজবাড়ীতে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের সাথে মত বিনিময় সভা ২০১৬ই অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজবাড়ী জুট মিলস্ লিমিটেড এর মাঠে এ মত বিনিময়ের আয়োজন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজবাড়ী শাখা।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল মাবুদ (পিপিএম)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক প্রফেসর সিরাজুল করিম।
সভায় সভাপতিত্ব করেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জুট মিলস্ লিমিটেড এর পরিচালক এ্যাডঃ আব্দুর রাজ্জাক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজবাড়ী জেলা শাখা ব্যাবস্থাপক মুন্সি রেজাউর রশীদ,ফরিদপুর শাখা ব্যাবস্থাপক মোঃ ইয়াকুব আলীসহ অন্যরা।