খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী টুডে ডট কম: রাজবাড়ী জেলা ট্রাফিক অফিসের বর্ধিত অংশের নতুন ভবনের আনুষ্ঠিক উদ্বোধন করা হয়েছে।
৩০ শে অক্টোবর রোববার সকালে ফিতা কেটে আনুষ্ঠিক ভাবে নতুন ভবন উদ্বোধন করেন রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির (পিপিএম )।
এসময় সহকারী পুলিশ সুপার রাজবাড়ী সদর সার্কেল মো.আসাদুজ্জামান, রাজবাড়ী জেলা ট্রাফিক পুলিশ পরির্দশক(টি আই) মিদুল কান্তি দাশ, সদর থানার অফিসার ইর্নচাজ(ওসি ) মো.আবুল বাশার মিয়া, ওসি তদন্ত মো.ওবাইদুর রহমান, রাজবাড়ী জেলা ট্রাফিক অফিসের সার্জেন্ট মো. তুহিন লস্কর, মো.আসাদুজ্জামান, মো.জিয়াউল হক , টি এস আই আনোয়ার হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন রাজবাড়ী বড় লক্ষীপুর মদিনাতুন উলুম মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মোহাম্মেদ এনায়েত হোসাইন ।
উল্লেখ্য দীর্ঘ দিন ধরে রাজবাড়ী জেলা ট্রাফিক অফিসের বেহাল টিন সেড ঘরে নানা সমস্যার মধ্যে থেকে জেলা ট্রাফিক অফিসের কাজ করে আসছিললেন পুলিশ সদস্যরা। এ কারনে রাজবাড়ী পুলিশ সুপারের জিহাদুল কবিব (পিপি এম ) এর উদ্যোগে বর্ধিত অংশে নতুন ভবনে আজ থেকে অফিশিয়াল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ।