মো: মাহ্ফুজুর রহমান, রাজবাড়ী টুডে ডট কম:
“কে বলেছে, পুলিশের পদোন্নতি পেতে টাকা-মামা ধরা লাগে? নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়েছেন ও পদোন্নতি পেয়েছেন। এবার মানুষের সেবায় কাজ করবেন”।
রাজবাড়ীতে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাচ পরিয়ে দেওয়ার সময় রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির (পিপিএম) এমনটি বলছিলেন।
রোববার বেলা ১২ টার দিকে পুলিশ সুপারের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে রাজবাড়ীর ৫টি থানার কর্তব্যরত ২জন নারী সহ ৪৮জন পুলিশ সদস্যকে র্যাংক ব্যাচ পরানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নবাগত সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ আসাদুজ্জামান আসাদ, সদর থানার ওসি মোঃ আবুল বাশার মিয়া, ডিআইওয়ান মোঃ জহুরুল হক ।
রাজবাড়ী জেলায় সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম বলেন, “পদোন্নতি পেতে নাকি মামা-খালু ধরতে হয়। কিন্তু আজ এখানে যাদের পদোন্নতি হয়েছে তাদের মধ্যে কাউকেই মামা-খালু ধরতে হয়নি। আপনাদের নিজের যোগ্যতায় পদোন্নতি পেয়েছেন, কারো সুপারিশ বা কোন মামা খালুর তদবিরের দরকার হয়নি।”
তাই আমি আশা করবো আপনারা সবাই মানুষের সেবা করবেন। তাহলে আমি মনে করবো, এই মামা ছাড়া পদোন্নতি আসলেই সঠিক ভাবে কাজে লেগেছে।