কাজী সেলিম মাবুদ, রাজবাড়ী টুডে ডট কম:
রাজবাড়ীর পাংশা উপজেলার খামার ডাঙ্গা গ্রামের লম্বা ছাত্তারের বাড়ী সন্ত্রাসীদের গোপন মিটিং চলাকালীন ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অভিযান চালায় পুলিশ। এসময় ১টি ওয়ান স্যুটারগান ও ২টি কার্তুজ উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মো: জাহাঙ্গীর হোসেন (৩৫) ও মো: সালমান শাহ্ (২১)।
জানা গেছে, পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রামের আকাই এর ছেলে জাহাঙ্গীর ও একই উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গা গ্রামের লম্বা ছাত্তারের ছেলে সালমান শাহ্ কে আটক করে পুলিশ।
পাংশা থানা সূত্রে জানা গেছে, পাংশা থানার এস,আই হাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ খামারডাঙ্গা গ্রামের লম্বা ছাত্তারের বাড়ি সন্ত্রাসীদের একটি গোপন মিটিং চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
পাংশা থানায় গ্রেফতারকৃত জাহাঙ্গীর ও সালমান শাহ্র বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।