মো: মাহ্ফুজুর রহমান, রাজবাড়ী টুডে ডট কম:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা সার্ভেসার এন্ড আমিন এসোসিয়েশনের সভাপতি মরহুম আবু তালেব মোল্লা ও সদস্য মরহুম তৌহিদুজ্জামান বদের এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলা কোর্ট চত্ত্বর এলাকায় দৈনিক নয়া দিগন্তের উপজেলা সংবাদদাতার কার্যালয়ের সামনে গোয়ালন্দ সার্ভেয়ার এন্ড আমিন এসোসিয়েশন শোক সভার আয়োজন করে।
এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সার্ভেয়ার মো: হানিফ আলী শেখের সভাপতিত্বে শোক সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছোট ভাকলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মিয়া।
এসময় আরো বক্তব্য রাখেন পৌর ১নং ওয়ার্ড কমিশনার মোঃ নিজাম উদ্দিন শেখ, ৩নং ওয়ার্ড কমিশনার আঃ রশিদ ফকীর, এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, ছোট ভাকলা ৫নং ওয়ার্ড মেম্বর চুন্নু মন্ডল, ডাঃ আলাউদ্দিন ও মোঃ মতিউর রহমান জুয়েল।
শোক সভা পরিচালনা করেন গোয়ালন্দ সার্ভেয়ার এন্ড আমিন এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক আমিন মোঃ নাসির উদ্দিন।
এসাসিয়েশনের সাধারণ সম্পাদক ও দেবগ্রাম ইউনিয়নের একাধিক বার নির্বাচিত মেম্বর মোঃ গিয়াস উদ্দিন তার বক্তব্যে মরহুম আবু তালেব ও তৌদিুজ্জামান বদের এর রুহের মাগফিরাত কামনা করেন।
আবু তালেবের পরিবারের পক্ষ থেকে তার ভাতিজা শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন আবু তালেবের জামাতা হাফেজ মোঃ মাইনদ্দিন ও হাউলিকেউটিল জামে মসজিদের ইমাম মাওলানা সিহাব উদ্দিন।
উল্লেখ্য ,চলতি মাসের ৯তারিখে তালেব আবু তালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তোকাল করেন এবং বদের সেপ্টেম্বর মাসে বদের নিখোজ ৪দিন পর ২৬ তারিখে ডোবা থেকে তার লাশ উদ্ধার হয়।