মো : মাহফুজুর রহমান, রাজবাড়ী টুডে ডট কম:
বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গোয়ালন্দে অালোচনা সভা ও চলচিত্র প্রদর্শনী হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলার প্রপার হাই স্কুল মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাজবাড়ী জেলা তথ্য অফিস অনুষ্ঠানের অায়োজন করে।
রাজবাড়ী জেলা তথ্য অফিসার মো: অালমগীর হোসেনের সভাপতিত্বে অালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা অাওয়ামী লীগের সভাপতি নূরুজ্জামান মিয়া, প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজে ICT বিষয়ের সহকারী অধ্যাপক মো: অানোয়ার হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রপার হাই স্কুলের সহকারী শিক্ষক মো: লূৎফর রহমান।
অালোচনা সভায় প্রপার হাই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র সজিব শাহারিয়া সরকারের সাফল্য অর্জন ও উন্নয়নের ভাবনা বিষয়ের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন রাজবাড়ী তথ্য অফিসের ঘোষক দিলীপ কুমার মন্ডল।
অালোচনা সভায়, চলচিত্র প্রদর্শনী ও সংগীত অনুষ্ঠানে প্রপার হাই স্কুলের সকল শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম নিম্নরুপ- একটি বাড়ী একটি খামার প্রকল্প, অাশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যু, সামাজিক নিরাপত্তা কর্মসুচী সমুহ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা কার্যক্রম।